ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু ভাতিপাড়া গ্রামের আবদুস সালামের বাড়ি থেকে ৩৫ কেজি গাঁজাসহ প্রথমে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পুনরায় ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি পালসার মোটর সাইকেলসহ আরও ২ জনকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. সাব্বির আহমেদ জয় ওরফে আবদুস সালাম (৪০), মো. হোসেন আলীর ছেলে শাজাহান মিয়া (৩৬) এবং অপর দুজন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২০), খড়াবাড়ি গ্রামের জিয়াউল হকের ছেলে একরামুল হক (২৪)।


পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিমুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমি এসআই রফিক, এসআই আলতাব হোসেন, এএসআই ফজলে রাব্বিসহ ফোর্স নিয়ে আবদুস সালাম ওরফে সাব্বির রহমান জয়ের বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় আবদুস সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি শাজাহান মিয়াকে আটক করি। পরে তাদের দুজনের দেখানো মতে আসামি আবদুস সালামের বাড়ির রান্নাঘরের খড়ির মাচার নিচ থেকে একটি বস্তায় ৬টি পোটলায় সর্বমোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২২, পরে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ads

Our Facebook Page